আমরা কে

পোশাক সরবরাহ শৃঙ্খলের এবং বস্ত্র শ্রমিকদের ন্যূনতম বেতনের লক্ষ্যে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন এবং 20টি বৈশ্বিক ব্র্যান্ডের মধ্যে সম্পাদিত চুক্তি হল অ্যাক্ট।

আমরা বিশ্বাস করি সমিতির স্বাধীনতার দ্বারা সমর্থিত শিল্পিস্তরে যৌথ রফায়। এবং দায়িত্বশীল ক্রয় ব্যবস্থা হল বেতনের ওপর প্রভাব বিস্তার করার ক্ষেত্রে একটা বাস্তবসম্মত পথ।

সংক্ষিপ্ত অ্যাক্ট তথ্য পড়ুন

সদস্য

পাদুকা, বস্ত্র ও বৈশ্বিক পোশাক শিল্পে বর্তমানে যে কার্যকর শর্তাবলি নির্দিষ্ট করা হয়েছে তা মেনে চলতে এবং বেতনের পরিবর্তনের ক্ষেত্রে একত্রে কাজ করার জন্য সমস্ত অ্যাক্ট সদস্যরা দায়বদ্ধ।

সদস্যপদের যোগ্যতা

সদস্যদের তালিকা

কর্পোরেট ক্ষেত্রের অতিরিক্ত ব্র্যান্ড এবং লেবেলসহ আমাদের বর্তমান সদস্যদের সম্পূর্ণ তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও দেখুন

ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন এবং ACT সমঝোতা স্মারকের কর্পোরেট স্বাক্ষরকারীরা

ন্যূনতম বেতন কি

একজন কর্মীর তার নিজস্ব ও তার পরিবারের মৌলিক চাহিদাগুলো মেটাবার জন্য কিছু বিশেষ আয়সহ প্রয়োজনীয় আয়কে ন্যূনতম বেতন বলে। এটা আইনি কাজের সময়সীমার মধ্যে অর্জিত হতে হবে (তার অর্থ ওভার টাইম ব্যতিরেকে)

ন্যূনতম বেতনের বিভিন্ন ধারনা আছে এবং তার প্রস্তাবিত অঙ্ক ভালো রকমই হেরফের হয়ে থাকে। এ ব্যাপারে একটা সাধারণ ঐকমত্য আছে যদিও বেশিরভাগ পোশাক উত্পাদনকারী দেশগুলোর বর্তমান বেতন কাঠামো যে কোনো অর্থপূর্ণ বোঝাপোড়ার অনেক নীচে।

সদস্যদের চিনুন

Bea Ruoff

Head of Operations, Accountability and Monitoring ACT

Bea Ruoff has a background in Economics and Business Administration. Prior to joining ACT she was a teacher and researcher with a focus on labour market development and inequality, wage setting and global production networks and has designed and managed multi-stakeholder research projects at the Berlin School of Economics and Law.

David Cichon

Interim Head of Programmes

David Cichon has a background in sociology and political science with a research focus on industrial relations in global value chains. He completed his doctoral thesis on wage setting in Cambodia’s garment and footwear industry.

Tandiwe Gross

Senior Programme Manager, ACT

Tandiwe Gross joined the team in June 2018. She has a background in political science, law and labour policies, and has worked for the ILO in the field of online capacity building and technical advice on due diligence. More recently she served in the ILO Liaison Office in Myanmar.

James Dunlop

International Communications Manager

James has a background in communication strategy and public policy with a particular focus on wages and the global garment industry. An avid storyteller, James has supported civil society, government and private sector groups to use communication strategies to secure better outcomes for workers and communities.

Joana Cassinerio

Country Programme Manager

Based in Southeast Asia for the past decade, Joana has conducted extensive research on human rights challenges in the Global South. Her doctoral thesis on labour rights in the Cambodian garment sector discussed interpretations around the concept of ‘rights’ through the lens of existing laws, workers and employers.

Michelle Lowe

Administration Officer

বোর্ড সদস্য

Christina Erika Hajagos-Clausen

Director, Textile and Garment Industry, IndustriALL Global Union

Kaiesha Gibson

Corporate Responsibility Manager, Pentland Brands

সমঝোতা স্মারক চুক্তি

সদস্য কোম্পানীগুলি ও ইন্ডাস্ট্রিঅলের মধ্যে সাফরিত বোঝাপোড়ার চুক্তি-সমিতির স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় দায়বদ্ধতা চিহ্নিত করণ, যৌথ রফা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের মধ্যে ন্যূনতম বেতনের জন্য অ্যাক্ট সদস্যদের মধ্যে সহযোগিতার ভিত্তি।

 

অ্যাক্টের সদস্যদের দায়িত্বের মধ্যে রয়েছে।

ব্র্যান্ডগুলি….

  • উত্পাদনকারীদের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারীত্বে ক্রয় ব্যবস্থাকে সহায়তা করা নিশ্চিত করার জন্য কাজ করবে।
  • ন্যূনতম বেতন দেবার জন্য ক্রয় ব্যবস্থাকে নিশ্চিত করবে।
  • ইন্ডাস্ট্রিঅলের সঙ্গে কৌশলগত সরবরাহকারী কারখানাগুলির প্রয়োজনীয় তথ্য বিনিময় করবে।

ব্র্যান্ড এবং ইন্ডাস্ট্রিঅল…….

  • সমিতির স্বাধীনতা অধিকতম সক্রিয়তার সঙ্গে কীভাবে প্রবর্তিত করা যাবে তার কৌশলরচনা করবে।
  • যৌথ রফা এবং সমিতির স্বাধীনতা বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নেবে।
  • সমস্ত শিল্পক্ষেত্রে যৌথ চুক্তিগুলি পঞ্জীকৃত করানো এবং জাতীয় আইন মোতাবেক আইনসম্মত ভাবে কার্যকরী করার পক্ষে সোচ্চার হবে।
  • ন্যূনতম বেতন উচ্চতম করার জন্য সম্মিলিতভাবে সরকারের দারস্থ হবে।
  • ন্যূনতম বেতনের জন্য রফা করার লক্ষ্যে অগ্রণী দেশগুলি ইন্ডাস্ট্রিঅল অধিভূক্ত ইউনিয়নগুলি এবং কারখানাগুলির সঙ্গে কাজ করবে।