কোথায় আমরা কাজ করি
ACT তিনটি প্রধান পোশাক উৎপাদনকারী দেশে কাজ করছে – বাংলাদেশ, কম্বোডিয়া, তুরস্ক। অতীতে, ACT মিয়ানমারেও ব্যাপকভাবে কাজ করেছে।
অ্যাক্ট প্রাথমিকভাবে এই দেশগুলিকে বেছেছে তার ভালো রকম পোশাক উত্পাদনের ভিত্তিতে এবং অ্যাক্ট সদস্য ব্র্যান্ডগুলির যথেষ্ট পরিমাণ উপস্থিতির কারণে। আর সেখানে শিল্পস্তরে ট্রেডইউনিয়নের যৌথরফার ক্ষেত্রে যুক্ত থাকার সম্ভাবনাও আছে।